সমালোচনাই ইসলামের প্রচার

Image Editor Output Image423234646 1643333293321

Mohammad Tim Humble বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রুকইয়া বিশেষজ্ঞ, মাত্র ১৪ বছর বয়সেই ইসলাম গ্রহণ করেন। তিনি যখন নিউ-ক্যাসল স্কুলে পড়তেন তখন শিক্ষক ইসলামের নিয়মের সমালোচনা করে কিন্তু ইসলামের নিয়মগুলো তার কাছে পছন্দনীয় মনে হয়। পরে তিনি গবেষণা করেন মুসলিম হন এবং তার পিতা-মাতাও ইসলাম গ্রহণ করেন। এরপর তিনি বহু কষ্টে মদিনা ইউনিভার্সিটি হতে হাদীস বিষয়ে পড়ালেখা করেন। কারণ মদিনায় ভর্তি হওয়ার অনেক জটিলতা ছিল অথচ তিনি চাইলে নিউ-ক্যাসল থেকে নামকরা ইজ্ঞিনিয়ারও হতে পারতেন, তা না করে এক ভিন্ন ভাষা আরবীতে কুরআন-হাদীস এ পড়াশোনা করেন। অথচ আমরা পাশ্চাত্যের দেশগুলোতে ছুটে যাই সমৃদ্ধির জন্য। তিনি বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লেকচারারদের একজন। হাজারো মুসলিম তার লেকচার হতে জ্ঞান নেয়, আমিও তার লেকচার শুনে অনেক বেশি অনুপ্রাণিত হই। বিশেষ করে জ্বিন, কালোজাদুর বিষয়ে অবিশ্বাস্য বক্তব্য রয়েছে। যেদেশে ইসলামের সমালোচনা হলো সেদেশের নওমুসলিমদের দ্বারা ইসলামের প্রচার আজ সারা বিশ্বে চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *