রাশিফলে বিশ্বাস করা শিরক

271440774 162459669438810 4868366072018630942 N

দুঃখজনক হলেও অনেক মুসলিম রাশিফলে বিশ্বাসী। বিশেষ করে তুলা রাশি নামে একটি শিরকী বিশ্বাস এ সমাজে প্রচলিত। মূলত রাশি চক্রের উৎপত্তি গ্রীক হতে। সাধারণত জন্মদিন বা বারের ভিত্তিতে রাশি নির্বাচন করা হয়। অথচ মানুষের জন্ম হয় আল্লাহর ইচ্ছায়। তিনি যে বংশ, যে দিন নির্ধারণ করেন সেভাবে হয়। দেখা যায়, একই দিনে পূণ্যবান নবী যেমন জন্মেছে তেমনি পাপিষ্ঠ কাফেরও জন্মেছে। তাহলে রাশির উপর মানুষের ভবিষ্যৎ ও চরিত্র কিভাবে নির্ভর করে। আসুন কিছু রাশির ইতিহাস জেনে নিই।

মেষ রাশি: থেলিসের রাজা ইফ্রিসাইয়ানের নরকবাস হয় হত্যার অপরাধে। দেবরাজ জিউস তাকে প্রায়শ্চিত্তের দায়িত্ব নিয়ে নিজের কাছে রাখে। জিউসের স্ত্রী হেরার সৌন্দর্যে মুগ্ধ হয়ে কুপ্রস্তাব দেয় ইফ্রিসাইয়ান। হেরার কাছ থেকে নালিশ পেয়ে জিউস ইফ্রিসাইয়ানকে পরীক্ষা নিতে মেঘরানী নেফিলের ফাঁদে ফেলে। আর শাস্তি হিসেবে বেঁধে দেয় নরকের অগ্নিচক্রের সঙ্গে। নেফিলের বিয়ে হয় থিবিসের রাজা অ্যাথামাসের সঙ্গে। তার গর্ভে জন্ম নেয় ছেলে ফ্রিক্সিসাস ও মেয়ে হেলি। ফ্রিক্সিসাসকে মিথ্যে অভিযোগে অ্যাথামাসের আরেক স্ত্রী ফাঁসিয়ে দেয়। তাকে বাঁচাতে হেরার নির্দেশে দেবতা মারফিউরি একটি ডানাওয়ালা সোনার মেষ পাঠায়। এই স্বর্ণমেষটিকে স্মরণীয় করে রাখতে মেষ আকৃতি স্থাপন করে দেবতা জিউস।

বৃষ রাশি: ক্যাডমাসের বোন এডিনবের কন্যা তথা ইউরোপা ছিল সুন্দরী তরুণী। তাকে দেখে মুগ্ধ হয়ে যায় জিউস। এক ভোরে ইউরোপাকে বাগানে ফুল তুলতে দেখে বিশেষ বাণে বিদ্ধ করে সে। এরপর ভোরে শ্বেতবৃষের রূপ ধারণ করে চলে আসে সত্যের সমুদ্র তীরে ইউরোপার কাছে। অপরূপ শ্বেতবৃষ ছদ্মবেশী রূপ বৃষকে নক্ষত্রমণ্ডলীতে রূপান্তর করে আকাশে স্থাপন করে জিউস।

মিথুন রাশি: গ্রিসের রূপসী হেলেনের যমজ ভাই ক্যাটর ও পলিডিউসিস। রাজা টিন্ডারিউস পত্নী লিডার গর্ভে তাদের জন্ম। লিডার সঙ্গে দেবতা জিউস ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয়েছিল হংস-মিথুন রূপে।

কর্কট রাশি: হারকিউলিস হলো জিউসের পুত্র। এ কারণে সে অপ্রতিরোধ্য। কিন্তু সব বিদ্যায় পারদর্শী এ বীরকে হেরা পছন্দ করত না। তার বিরুদ্ধে লড়াইয়ে হাইড্রার কাছে একটি কাঁকড়া পাঠায় হেরা। নক্ষত্রলোকে স্থাপিত বীর হারকিউলিসের বিরুদ্ধে লড়ে যাওয়া কাঁকড়ার প্রতিকৃতিই রাশিচক্রে কর্কট রাশির প্রতীক।

সিংহ রাশি: হেরার নির্দেশে চাচাতো ভাই রাজা ইউরেস্থিউসও ঈর্ষা করত হারকিউলিসকে। সে হারকিউলিসকে আদেশ দেয় নিমিয়ার অরণ্যের ভয়ংকর সিংহকে বধ করতে। হারকিউলিস সিংহটিকে হারিয়ে সেটির মুণ্ডু দিয়ে তৈরি শিরস্ত্রাণসহ পুরো চামড়াটিই নিজের প্রিয় যুদ্ধপোশাক বানিয়ে নিয়েছিল।

কন্যা রাশি: সুদর্শন দেবতা অ্যাপোলো ল্যানিথির রাজকন্যা করোসিনের প্রেমে পড়ে। সমস্যা হলো অ্যাপোলো অমর আর করোসিন মানবী। অ্যাপোলোকে উপেক্ষা করে করোসিন এক ব্যক্তির সঙ্গে গোপন প্রেমে জড়ায়। করোসিনকে দেবী অ্যামোটিসের সাহায্যে হত্যা করে দৈবশক্তিতে মৃত শরীরের সন্তানের জন্ম দেয় অ্যাপলো। কুমারী করোসিনের প্রতিকৃতিই কন্যা রাশির প্রতীক।

তুলা রাশি: গ্রীক পুরাণ মতে, মৃত মানুষের আত্মাকে পাল্লায় তুলে একটি করে পালক চাপিয়ে পুণ্য মাপার কাজটি করে শৃগালমুখো দেবতা আনুবিশ। পুণ্য মাপা শেষ হলে পালকের হিসাবে সেটি আনুবিশ নিয়ে যায় আফিরিমের বিচার সভায়। অনন্তকাল ধরে মৃত আত্মার জন্ম জন্মান্তরের চলাচল এবং মানবজীবন ন্যায়বিচার, সাম্য ও সমঝোতার তুলাদণ্ডের ভূমিকাকে স্মরণীয় করে রাখতে এর প্রতিকৃতি নক্ষত্রলোকে স্থাপন করা হয়।

এই হল রাশিচক্রের শিরকী বিশ্বাস যার ভিত্তিতে ওরা রাশি গণনা করে। অথচ- সব ধরনের ভূত-ভবিষ্যৎ ও অদৃশ্যের খবর একমাত্র আল্লাহই জানেন। সূরা আনআম, আয়াত ৫৯।

আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েবি খবর জানে বলে বিশ্বাস করলে ঈমান থেকে খারিজ হয়ে যাওয়ার বিপদ অনিবার্য হয়ে উঠতে পারে। আল্লাহ তারকারাজিকে আকাশ-মন্ডলীর সৌন্দর্য ও সুশোভনতার উপকরণ, গোপনে আসমানি তথ্য সংগ্রহকারী শয়তান দলকে বিতাড়িত করার জন্য তাদের প্রতি ক্ষেপণীয় অস্ত্র (উল্কা) স্বরূপ এবং অন্ধকারে জল ও স্থলপথের পথিকদের জন্য পথনির্দেশক ও দিক-নির্ণায়কস্বরূপ সৃষ্টি করেছেন।

সূরা আনআম, আয়াত ৯৭, সূরা নাহল আয়াত ১৬, সূরা সাফফাত, আয়াত ৬-১০, সূরা মুলক, আয়াত ৫।

পৃথিবীর মঙ্গলামঙ্গল ঘটনাঘটনের সঙ্গে তাঁর এই সৃষ্টি বিচিত্রার কোনো সম্পর্ক নেই। তাই ঈমানদাররা জ্যোতিষবিদ্যার শুভাশুভ বিচারে বিশ্বাসী নয়। বৃষ্টি-বর্ষা ও ফল-ফসলের স্রষ্টা আল্লাহই। কোনো রাশিচক্রের বলে যেমন বৃষ্টি হয় না তেমন ফসলও ফলে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *