বন্ধুত্বের আড়ালে ক্ষতি

সমাজে এমনকিছু ব্যক্তি পাবেন যারা নিজেকে আপনার বন্ধু/স্বজন পরিচয় দিবে অথচ আপনি যেসব অন্যায়ের বিরোধিতা করেন তারাই প্রতিনিয়ত সেসব করছে। এ সকল লোক হতে দূরত্ব বজায় রাখুন। মনের অজান্তে তার দ্বারা আপনার অনেক বড় ক্ষতি হবে। যারা আল্লাহর অজস্র নেয়ামত, রহমত পেয়েও আল্লাহর খাতিরে সত্য বলতে, মানতে, আল্লাহর পথে সংগ্রাম করতে ভয় পায়!? সে আপনার জন্য লড়বে, সত্য বলবে সমাজের বিরুদ্ধে গিয়ে এমনটা আশা করা বোকামি ছাড়া কিছুই নয়!? প্রকৃতপক্ষে ওদের চরিত্রে মুনাফেকিতা স্পট হয়ে উঠে। যেদিকটা মানা সহজ তারা মানবে আর কঠিন হলে দ্বীনকে ছুড়ে জাহেলিয়াতকে আকড়ে ধরবে। বরং এসব ব্যক্তির সাথে অধিক চলাফেরা আপনার দ্বীনের পথে বাধা হয়ে দাড়াবে। তার আচরণ, চরিত্রগত বৈশিষ্ট্যের কারণে মানুষ আপনাকেও সমচরিত্রের লোক ভাববে। উদাহরণ – আপনি ধূমপান পছন্দ করেন না কিন্তু সারাক্ষণ ধূমপান করা ব্যক্তির সাথে চলেন তার ধোয়ায় আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। আমরা অচেনা শত্রুর ভয় করি কিন্তু চরিত্র, দ্বীনবিমুখতার কারণে আপনার সবচেয়ে পরিচিত ব্যক্তিই আপনার শত্রুতে/ফেতনায় পরিণত হতে পারে। আবু লাহাব, ইব্রাহিম (আঃ) এর পিতা, আদমের (আঃ) সন্তান কাবিল ও নূহের (আঃ) এর সন্তান তার উদাহরণ নয় কি?!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *