মানুষের চরিত্রের দিকে দৃষ্টি দিলে এমন অনেক কিছু পাওয়া যায় যা আমাদের নিকট অপছন্দনীয় কিন্তু একজন মুসলিমকে ভালোবাসার জন্য একটা কারণই যথেষ্ট যে আল্লাহ তাকে ভালোবাসেন। আর একজন মুনাফেক, অহংকারীকে ঘৃণা করার জন্য একই কারণ যথেষ্ট আল্লাহ তাকে অপছন্দ করেন। অহংকার করতে পারেন শুধু তিনি যিনি স্বয়ংসম্পূর্ণ আর তিনি হলেন আল্লাহ। রসুলুল্লাহ (সাঃ) বলেন- “যার অন্তরে একটি অনু পরিমান অহংকার থাকে, সে জান্নাতে প্রবেশ করবে না। রসুল (সাঃ) একথা বললে এক লোক দাড়িয়ে জিজ্ঞাস করল, কোনো কোনো লোক এমন আছে, সুন্দর কাপড় পরিধান করতে পছন্দ করে, সুন্দর জুতা পরতে পছন্দ করে, এ সবকে কি অহংকার বলা হবে? উত্তরে রসুলুল্লাহ (সাঃ) বললেন, আল্লাহ তাআলা নিজেই সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। (সুন্দর জুতা, কাপড় পরিধান অহংকার নয়) অহংকার সত্যকে গোপন করা এবং মানুষকে নিকৃষ্ট বলে জানা। (মুসলিম -৯১)। প্রকৃতপক্ষে অহংকার হল সত্যকে গোপন রাখা, মানতে অস্বীকার করা, অন্যকে নিকৃষ্ট ভাবা। অনেক ব্যক্তি বা আলেম আছে এমন যারা জেনেশুনে সত্যকে গোপন রাখে, কেউ সত্য জানালে উল্টো তার রিরুদ্ধাচারন করে শয়তানের পদাংক অনুসরন করে ভুলপথে চলে। অহংকারীর ফলাফল দুনিয়াতেও অপমানের হয়। ফেরাউন, নমরুদ, আবু জাহেলরা যার উদাহরণ। এমন তরুনকে চিনতাম যে গাড়ি নিয়ে অহংকার করত, স্পিডে গাড়ি চালাত, কারো বাধা শুনত না, গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। কত ছেলে আছে এমন তারা দামী মোবাইল নিয়ে অহংকার করে সে মোবাইলের কারণে তাকে বিপদে পড়তে হয়। কত লোককে দেখলাম তার সন্তানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে অহংকার করতে, সে সন্তান প্রতিষ্ঠিত হয়ে পিতামাতা হতে দূরে চলে যায়। কতজনই তার সুন্দরী স্ত্রী নিয়ে অহংকার করে, ফেসবুকে তার স্ত্রীর ছবি দেয়, একসময় তার স্ত্রীর সাথে বিচ্ছেদ ঘটে বা তার বন্ধু/পরিচিতের সাথে স্ত্রী পরকিয়া, প্রেমে জড়ায়। কতলোক আছে যে ব্যবসা নিয়ে অহংকার করে, তাদের যখন কুরআনের জ্ঞানের জন্য একটু সময় বের করতে বলা হয় তাদের একটু সময় হয় না, কিন্তু রাতদিন সমৃদ্ধির চিন্তা করে, একদিন তার টাকা আত্মসাৎ হয়, তার প্রতিষ্ঠানে আগুন লাগে, তার সন্তান, নারী, মাদকের পিছনে টাকা উড়ায়। বাড়ী নিয়ে অহংকারীকে দেখলাম নিজ বাড়িতে অসহায় মরে পড়ে থাকতে, আগুনে পুড়ে/সম্পদের লোভে স্বজনের হাতে খুন হতে। অতীতে যারা ক্ষমতা নিয়ে অহংকার করত, মানুষকে হত্যা, হুমকি দিত তাদের অনেকে আজ কারাবন্দী ও অসহায়ের মত পালিয়ে বেড়াচ্ছে আর আজকের অহংকারী জালেমদের পরিণতি হবে ভয়াবহ ইনশাআল্লাহ।