রসূলের ভাই ও শয়তানের ভাই
কেউ দুমুঠো খাবার জন্য কত কষ্ট করে আর কেউ জন্মদিনের উৎসবে মাতে ডিম ও ময়দা মেরে নিল্লর্জ অপচয়ে। আল্লাহ বলেন- “নিশ্চয়ই অপচায়কারী শয়তানের ভাই। আর শয়তান হচ্ছে তার প্রভুর প্রতি বড় অকৃতজ্ঞ (বনী ইসরায়েল -২৭)।” আহ! আমাদের পরিচয় ছিল রসুল (সাঃ) এর ভাই। তিনি আমাদের জন্য কেদেছেন, আমাদের হেদায়েতের জন্য দোয়া করেছেন, আমাদের দেখতে চেয়েছেন। […]