জাহেলিয়াত আজও বিদ্যমান

কুরআন শুধু গ্রন্থে সীমাবদ্ধ থাকতে আসেনি রাষ্ট্রীয় সংবিধান হতে দেওয়া হয়েছে। যতদিন পর্যন্ত কুরআন রাষ্ট্রীয় সংবিধান হবে না, জালেম ও ইসলামের শত্রুরা এটাকে অবমাননা করবেই। আমরা হয়তো কয়েকটা মিছিল, মানববন্ধন করবো এরপর ভুলে যাবো কিন্তু আরশের অধিপতি ভুলবে না, না ভুলবে তাকে যারা ভালোবাসে। আল্লাহ বলেন- “হে মুমিনগণ, তোমাদের মধ্যে যে স্বীয় ধর্ম হতে ফিরে […]