অধিক প্রচলিত হারাম কাজ
“কেউ যদি তার ভাইয়ের সাথে লড়াইয়ে লিপ্ত হয় সে যেনো চেহারায় থাপ্পড় না মারে।” (সহীহ মুসলিম, হা/২৬১২, আল হাদীস আ্যাপ- ৬৫৫০) তিনি আরোও বলেছেন, إذا قاتل أحدكم فليجتنب الوجه “তোমাদের কেউ লড়াই করলে যেনো চেহারায় আঘাত করা থেকে বিরত থাকে।” (সহীহ বুখারী)। ছোটবেলায় অনেক অভিভাবক বা শিক্ষকদের গালে থাপ্পড় মারতে দেখেছি অথচ রসুলুল্লাহ (সাঃ) লড়াইয়ে […]