কবি যখন আহত হয়

প্রাণখুলে কবিতার ঘ্রান নিবে বলে, মাস্ক খুলে কবি গেল পার্কে। এরপর লাঠি পেটা খেয়ে ফিরল বাড়ি। পিঠেতে মাখিয়া মলম, কবি ধরিল কলম। আজ সে বিদ্রোহী, লিখবে জ্বালাময়ী সব প্রতিবাদী কবিতা। কবি লিখল- এই আঘাত নয় শুধু কবির দেহে, এই আঘাত লেগেছে সকল কাব্যপ্রেমীদের বুকে। লক ডাউন ভেঙ্গে প্রয়োজন যাবে সে জেলে, তবু মুক্ত বাতাসে নিবো […]