কঠোর ও দরদী

হযরত ওমর (রা.) একদিন বললেন, আমি জানি না আমি বাদশাহ নাকি খলীফা। যদি বাদশাহ হয়ে থাকি তবে এটা খুব বড় কথা। একজন সাহাবী বললেন, হে আমীরুল মোমেনীন বাদশাহী এবং খেলাফতের মধ্যে তো বিরাট পার্থক্য রয়েছে। বাদশাহ জনগণের উপর জুলুম করেন। গ্রহণ এবং প্রদানের ক্ষেত্রে ন্যায়নীতির তোয়াক্কা করেন না। অথচ খলীফা ন্যায়নীতি ব্যতীত কিছু গ্রহণ করেন […]