আল্লাহর পরিকল্পণা ও জালেমের ষড়যন্ত্র

১. জালেমরা ষড়যন্ত্র করেছিল (নমরুদ ও তার সঙ্গীরা), ওরা ভেবেছিল সবার সম্মুখে ইব্রাহিম (আঃ) কে পুড়িয়ে মারলে দ্বীন চিরতরে হারিয়ে যাবে। আল্লাহ পরিকল্পনা করেছিলেন ইব্রাহিম (আঃ) কে কেয়ামত পর্যন্ত উদাহরণ রাখবেন- যদি হক্বের পথে একজনই থাকে সে বিজয়ী হবেই, দুনিয়ার আগুনের মত জাহান্নামের আগুন হতে রক্ষা করে তাকে জান্নাতে চিরপ্রশান্তিতে রাখবেন। আর অগ্নিপূজারীদের জন্য দৃষ্টান্ত […]