হালালকে হারামে পরিণত করা

ভারতবর্ষে মাজারের নামে বহু হালালকৃত প্রাণী হারাম বানানো হচ্ছে। অমুক মাজারের মাছ ধরা, কবুতর খাওয়া নিষেধ, অমুক গাছ কাটা নিষেধ। অথচ এগুলো আল্লাহ হালাল বা বৈধ করেছেন। আল্লাহর বদলে এসব পীর, দরবেশদের হালাল ও হারামকে মেনে চলে তারা এসব পীর, দরবেশদেরই রব মানছে। আল্লাহ বলেন – “বাহীরাহ, সায়েবাহ, ওহীলাহ ও হামী আল্লাহ প্রবর্তণ করেননি; কিন্তু […]