৯০ ভাগ মুসলিমের দেশে মুসলিমরা আজ নির্যাতিত, খুন হচ্ছে, এর মূল দায়ভার কার!? আজকের ঘটনা শুধু একদিনের ফসল নয়, বহুদিনের কাপুরষতার ফল। যিনি এদেশে শিরকী আইন প্রতিষ্ঠা করলেন, জাতীয় সংগীত, শহীদ মিনারের নামে শিরক ও জাতীয় পতাকার নামে কুফরের পতাকা চালু করলেন সেই পাপিষ্ঠকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী ও ইসলামের সেবক ঘোষণা করা হল। তাকে মুসলিমদের কাছে আদর্শ হিসেবে প্রচার করা হল। পথেঘাটে সেই মুরতাদ, মুশরিকের মূর্তি গড়ল, আলেম সমাজ চুপ ছিল। অনেকে তার প্রশংসা করে জনপ্রিয়তা বাড়াচ্ছিল, আজ তার চেতনার নামেই খুন, গুম, নির্যাতন চলছে। আল্লাহ সুস্পষ্ট বলেছেন- যেসব লোক আল্লাহর বিধান দ্বারা ফয়সালা করে না তারাই জালেম, কাফের, ফাসেক(সুরা মায়েদাহ)। কুরআন-হাদীস, চার মাযহাবের ফাতেয়ার কিতাবগুলো দেখুন- যেসব লোক কাফের, কুফরের পক্ষ নিয়ে ইসলাম, মুসলিমের বিরুদ্ধে অবস্থান নেয় তাদের নেতা, পৃষ্ঠপোষক, সমর্থক সব কাফের হয়ে যায়। ওদের জানাজা হারাম, ওদের সাথে বিয়ে দেওয়া হারাম, ওদের স্বামী-স্ত্রীর তালাক হয়ে যায়। তওবা করে ফিরা না আসা পর্যন্ত দম্পাত্য জীবন ইসলামিক হবে না। কেন এসব সত্য গোপন করা হচ্ছে, কেন ঘোষণা করা হচ্ছে না – যারা ইসলাম ও মুসলিমের শত্রু ওদের জানাজা, সাহায্য করা, ওদের সাথে বিবাহ দেওয়া বৈধ নয়? কোন জায়গায় কোন মুজাহিদকে জঙ্গি বললে তার বিরুদ্ধে গিয়ে তার বক্তব্য, বই পড়া হতে বিরত থাকার জন্য ঘোষণা দিতে কৃপণতা দেখায় না তারা অথচ যারা ইসলামিক আইন বাদ দিয়ে কুফরী সংবিধান রচনা করছে তারা নাকি মুসলিম। ১৪০০ বছরের ইতিহাসে কেউ শুনেনি এধরনের ফতেয়া, যা গত কয়েক বছর উপমহাদেশের অনেক আলেমরা দিচ্ছে।