দ্বীনের দলিল কি দল, দেশ বা নির্দিষ্ট আলেম?

অদ্ভুত পরিস্থিতি! গণতন্ত্রের বিরোধিতা করলে ইসলামী নামধারী দল গালি, অপবাদ, হুমকি দেয় এমনকি কাফিরও ফাতওয়া দেয়। অথচ গণতন্ত্র বহুদলই করে।

চাদাবাজের বিরুদ্ধে লিখলে নির্দিষ্ট দলের লোক এসে হুমকি দেয় – ‘এতবছর কই ছিলেন ফ্যাস্টিদের দালাল।’

আমরা কোন দলের নামই নিই না, শুধু চাদাবাজি প্রতিরোধের কথাই বলা হয়! আপনারা কি প্রমাণ করতে চান যে চাদাবাজি করাই বর্তমানে আপনাদের অধিকার! অথচ বহদল লোকই চাদাবাজি করছে এদেশে এখন।

ভারতের বিরুদ্ধে কিছু লিখলে পাকিস্তানের দালাল ও রাজাকার। পাকিস্তানের বিরুদ্ধে লিখলে ভারতের দালাল বা র-এর এজেন্ট। সৌদীর বিরুদ্ধে লিখলে শিয়া, মাজারপূজারী। শিয়াদের বিরুদ্ধে লিখলে ইহুদির দালাল। পথভ্রষ্ট তারকাদের পাপ ভুল বা ধরলে মৌলবাদী, আবার কোন আলেমের একই ভুল বা পাপ হতে সংশোধন করতে বললে কাফির, নাস্তিক, সেকুলার, গাজাখোর উপাধি দেয়।

এই ধরনের গালিগুলো আপনাদের আলেমরা শিখিয়েছে -নাউজুবিল্লাহ। কিভাবে একজন আলেম গাজাখোর, জারজ, ইবলিস, দালাল, বাটপার শব্দগুলো ব্যবহার করতে পারে। ভুল করলে ধরিয়ে দিবে, নেফাকী মনে হলে তাকফীর করবে।

সাহাবীরা কি এভাবে গালি দিয়েছেন – না ভন্ড নবীর অনুসারীদের কাফির আর যাকাত অস্বীকারীদের মুরতাদ বলেছেন।

কেউ আবার কাফির ইউটিউবার হতে দ্বীন শিখে ও গালি দিচ্ছে। কুরআন সুন্নাহর দলিল দিলে বলছে এগুলো করে চ্যাল-চ্যালিয়ে জান্নাত চলে যাবেন! উপহাস করছেন সহীহ দলিলের কারণে নাউজুবিল্লাহ।

শত্রু ও কাফিরের বিরুদ্ধেও মিথ্যা অপবাদ দেওয়া ইসলামে নিষেধ। শয়তান ভুল, পাপ করলে যেটা পাপ কোন আলেম একই কাজ করলে কি তা জায়েজ হয়ে যায়!? আর আমরা কারো চরিত্র নিয়ে সমালোচনা আনি না। বরং তাদের বক্তব্যর ভুল ধরিয়ে দেই যেন উম্মাহ সঠিকটা জানতে পারে।

আলেমদের ভুলকে যখন জায়েজ ভাবতে শুরু করবে তখন নতুন ফির্কা বিদআত তৈরি হবে। এখন যেমন দলিলের বদলে গালি চালু হয়ে যাচ্ছে। তাই প্রতিটা ভুলের সংশোধন করিয়ে দেওয়া সাথে সাথে প্রয়োজন।

ঘন্টার পর ঘন্টা নাস্তিকের সাথে মধুর ভাষায় আলোচনা করে অথচ তারা রসুল (সা:), তার পবিত্র স্ত্রীদের সমালোচনা করে এই সকল অনুষ্ঠানে। সাহাবীরা কি কখনো এই ধরনের আলোচনায় অংশ নিতেন, ভন্ড নবী দাবিদারের সাথেই আলোচনায় বসেননি।

তারা আবার আমাদের কুরআন সুন্নাহভিত্তিক পোস্টে উগ্রবাদ, অর্থ লুটপাতের মিথ্যা অভিযোগ এনে রিপোর্ট মারে। অথচ আমরা দ্বীনের জন্য ব্যয় করি, কারো সাহায্য চাই না। যে কারণে বহু গুরুত্বপূর্ণ পোস্ট বাদ দিতে হয়েছে, পেইজের ক্ষতি করেছে।

আল্লাহ সবাইকে হিদায়েত দিক, কিন্তু যদি  ইসলামের কারণে আমাদের সাথে শত্রুতা করেন তার মেকাবিলায় আল্লাহই যথেষ্ট। আমরা হারিয়ে গেলেও আরও উত্তম বান্দা দ্বারা আল্লাহ দ্বীনের কাজ ছড়িয়ে যাবেন।

ইসলামের দলিল কি ব্যক্তি, দেশ, দল না কুরআন সুন্নাহ?