ইসলামের আবেগ নিয়ে কাফির, মুনাফিকরা মুসলিমদের সাথে খেলা করে।

রসুল (সা:) অবমাননার জন্য ফ্রান্সের প্রেসিডেন্টেকে মুসলিমরা ঘৃণা করত। ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়ে সেই আজ মুসলিমদের বীর। অথচ এই ভোটগুলো নাটক যা কখনও মুসলিমদের কাজে আসেনি।

ইসরাইল ঠিকই মুসলিম শিশু, অসহায়দের মারছে আর পশ্চিমারা নিরবে তা দেখছে। ইউরোপসহ কাফির শাসকগোষ্ঠী ফিলিস্তিনের পক্ষে ভোট দেওয়ার মূল কারণ তাদের জনগনের কাছে প্রিয় হওয়া। অনেক দেশের নাগরিক ফিলিস্তিন ইস্যুতে স্বোচ্ছার ও প্রতিবাদ করছে। তাই ফিলিস্তিনের পক্ষে ভোট দিলে তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে আর ইসরাইলের পক্ষ নিলে হ্রাস পাবে। ফলে নির্বাচনে জয়-পরাজয়, ভোটের রাজনীতির জন্য ফিলিস্তিন ইস্যু নিয়ে গেম চলছে।

বুশ প্রশাসনের জুলুম দেখে অনেকে বিপরীত দলের নেতা ওবামাকে সমর্থন করে ও ভোট দেয়। জুলুম কিন্তু কমে নি বরং সিরিয়া, লিবিয়া ধ্বংস হয়েছে। বাইডেনের বদলে বর্তমান  মার্কিন প্রেসিডেন্টের সমর্থনের অন্যতম কারণ ছিল ফিলিস্তিন, ইউক্রেন যুদ্ধ। বিজয়ী হওয়ার পর যুদ্ধ বন্ধ হলো না বরং মুসলিম হত্যা বাড়লো।

কাফিরদের উপর নির্ভরশীলতা ছেড়ে  আমরা এক আল্লাহর উপর ভরসা করে প্রয়োজনীয় পদক্ষেপ যখন গ্রহন করবো কেবলমাত্র তখন মুসলিমদের উপর জুলুম বন্ধ হবে ও বিজয় আসবে ।