জিন ও শয়তান পর্ব-৩ (শয়তানের তথ্য চুরি ও মিথ্যার মিশ্রণ)
জ্বিনরা সাপের ছদ্মবেশে বেশি থাকে। “সাপ হল জ্বিনের বিকৃত আকৃতি। যেমন বানী ইস্রাঈল থেকে বানর ও শূকর পরিবর্তিত হয়েছিল। (তাবারানী, সিলসিলা আহাদীসুস সহীহা মাশা হা/১৮২৪)। উক্ত হাদীসের অর্থ এই নয় যে, বর্তমানের সকল সাপ জ্বিনের বিকৃত রূপ। এর অর্থ হল, জ্বিন জাতির ভিতরে আকৃতি-বিকৃতির ঘটনা ঘটেছে। আর সে আকৃতি ছিল সাপের। যেমন বানী ইস্রাঈলের ভিতরে […]
