বেশিরভাগ মানুষই চায় আপনি তার প্রতি বিশ্বস্ত হন, প্রয়োজনে সেই বিশ্বাস রক্ষা করতে গিয়ে আপনি আল্লাহকে দেওয়া অঙ্গীকার (দ্বীনের পথে চলা) ভঙ্গ করুন। যেমন- মদ, সুদের ব্যবসায়ীও বিশ্বস্ত কর্মচারী চায়। কোন ব্যক্তি যদি তাকওয়াপূর্ণ থাকে সে কখনও এসব প্রতিষ্ঠানে চাকরি করবে না, তবুও তারা বিশ্বস্ত লোক এজন্য চায় সে হারাম কাজে সাহায্য করলেও এসব প্রতিষ্ঠানের মালিকের সাথে লেনদেন, তার হিসাব-নিকাশে সততা বজায় রাখে। বিবাহ বহির্ভূত প্রেম করা নারী-পুরুষ চায় পরস্পর বিশ্বস্ত ও সৎ থাকার। অথচ সে যদি বিশ্বস্ত হত (মুমিন) হারাম প্রেম করতো না। পিতামাতা চায় সন্তান তার অনুগত ও তাদের সব্বোর্চ ভালোবাসা দিক অথচ সন্তানকে আল্লাহর দ্বীন শেখা ও অনুগত্য করা হতে দূরে রাখে। কি আশ্চার্য প্রকৃত মুমিনের চেয়ে পিতামাতার সেবা কি কেউ করতে পারে!? অনেক স্ত্রী চায় তার স্বামী এখন দাড়ি না রাখুক আবার শুধু তাকে ভালোবাসুক। যে আল্লাহর ভালোবাসার জন্য দাড়ি রাখতে পারে না, সে স্ত্রীর ভালোবাসার কি মূল্যায়ন করবে!? তাই স্বার্থ ও রূপ শেষ হলে ভালোবাসায় ভাটা পড়ে। শিক্ষকের স্বপ্ন তার শিক্ষার্থীরা ভালো ফলাফল করুক তার সম্মান বৃদ্ধি পাবে। কিন্তু রোজ কেয়ামতে ফলাফল দিবে সেদিন না যেন লাঞ্চিতদের অন্তর্ভুক্ত হতে হয়!! সে বিষয়ে বেখেয়াল তাই শিক্ষার নামে লুকিয়ে থাকা কিছু কুফর ও শিরক হতে জাতিকে সতর্ক করে না বরং নিজেরাই তা ছড়ায়।সরকার, রাষ্ট্রব্যবস্হা বলে – আপনি তাদের আইনের অনুগত্য করে চলতে অথচ তাদের আইনগুলো আল্লাহর আইনের বিরোধী!? অনেকে হারাম টাকায় হজ্ব করতে যায় এসে হাজী সাহেব উপাধি লাগায়। অথচ হারামের ইবাদত আল্লাহ কবুল করেন না। রাস্তায় হাটার সময় বেশিরভাগ মানুষই নতুন গাড়ি, সুন্দর বাড়ি দেখে আকর্ষিত হয়, পাওয়ার আংকাক্ষা করে অথচ সেই রাস্তার পাশে পথশিশুদের কষ্ট দেখে কয়জন আল্লাহর কাছে শোকরিয়া জানায়। মানুষের সম্পদ, আত্মসাৎ করে কেউ মসজিদের সভাপতি হয়, তার দুর্নীতি ও লুন্ঠনের কোটি টাকা হতে ১০ হাজার টাকা দান করে হুজুরসহ বহুজনের প্রশংসা পায় ও মসজিদ হতে দোয়া করা হয়। আর গরীব রিকশাওয়ালা তিনশ টাকা হালাল আয় হতে ১০ টাকা দান কারো কাছে মর্যাদা পায় না। নিশ্চয়ই আল্লাহ এর উত্তম প্রতিদান দিবেন। যে লোকটা দশম শ্রেণী পাস করেনি সে চাদাবাজ, সন্ত্রাসী নেতা আজ স্কুল কমিটির সভাপতি তাকে দেখে প্রধানশিক্ষক সম্মান করতে হয় যে একসময় তার সহপাঠী ও মেধাবী ছাত্র ছিল। আহ!! চারপাশে তাকিয়ে দেখি সততার আজ কি চরম রূপ!!!