পুরো কুরআন জুড়ে রয়েছে ইহুদিদের ওয়াদা ভঙ্গের কাহিনী। তারা আল্লাহ ও রসুলদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছিল। তারা নিজেদের শান্তি প্রতিষ্ঠাকারী দাবি করে অথচ তারাই ফেতনা ছড়ায়। আর ফেতনা খুনের চেয়ে ভয়ংকর। তবুও অনেকে তাদের সাথে চুক্তি করে, ওদের আশ্বাসকে বিশ্বাস করে।
আসলে তারা যুদ্ধ বিরতি চুক্তি করে বৃহত্তর যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। অপেক্ষা করেন কখন ফিরকা, ভূখন্ডের নামে মুসলিম অধ্যুষিত দেশগুলো পরস্পর যুদ্ধে জড়িয়ে দুর্বল হয়ে যায় । মুসলিমদের বিজয় সুনিশ্চিত তবু পরিকল্পনা হতে হবে সুদূরপ্রসারী, সর্বোত্তম। আমাদের যেমন প্রয়োজন – মুসাইব বিন উমায়ের (রা:) মত দাঈ ও শহীদ।
মুসলিমদের বিজয় সুনিশ্চিত তবু পরিকল্পনা হতে হবে সুদূরপ্রসারী, সর্বোত্তম। আমাদের যেমন প্রয়োজন – মুসাইব বিন উমায়ের (রা:) মত দাঈ ও শহীদ।আবু বকরের (রা:) মত সর্বোত্যাগী সিদ্দিক, উমরের (রা:) মত কুফরের ক্ষেত্রে কঠোর, উসমানের (রা:) মত দানশীল ও কোমল হৃদয়ের অধিকারী। হামজা (রা), আলী (রা) ও যুবায়ের (রা:) এর মত কঠোর যোদ্ধা৷ খালেদ বিন ওয়ালিদ (রা), সালমান ফারসী (রা:) এর মতো সমরবিদ্যা পারদর্শী ব্যক্তিগণের।
আবু বকরের (রা:) মত সর্বোত্যাগী সিদ্দিক, উমরের (রা:) মত কুফরের ক্ষেত্রে কঠোর, উসমানের (রা:) মত দানশীল ও কোমল হৃদয়ের অধিকারী। হামজা (রা), আলী (রা) ও যুবায়ের (রা:) এর মত কঠোর যোদ্ধা৷ খালেদ বিন ওয়ালিদ (রা), সালমান ফারসী (রা:) এর মতো সমরবিদ্যা পারদর্শী ব্যক্তিগণের। তেমনি বর্তমান মুসলিম দাঈ, মুসলিম ডাক্তার, ইন্জিনিয়ার, সমর বিশেষজ্ঞ, অর্থনীতিবীদ, ধনী দানশীল ব্যক্তিদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। আর সবার নিয়ত হবে – আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জেহাদ ও শাহাদাত বরন করা।
তেমনি বর্তমান মুসলিম দাঈ, মুসলিম ডাক্তার, ইন্জিনিয়ার, সমর বিশেষজ্ঞ, অর্থনীতিবীদ, ধনী দানশীল ব্যক্তিদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। আর সবার নিয়ত হবে – আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জেহাদ ও শাহাদাত বরন করা।