Flamingo বিশ্বের সবচেয়ে সুন্দর পাখির একটি। হাজারো ছোট ফ্লেমিংগো যখন একসাথে উড়ে যায় তখন আকাশের বড় বিমানটারও ভয়ের কারণ হয়। কিন্তু এই ফ্লেমিংগোগুলো যখন একসাথে কোন জলাভূমিতে ঘুরে বেড়ায় তখন একটা শিকারী বাজপাখি বা ঈগল তেড়ে আসে আর সবাই পালিয়ে বেড়ায় আর তার মধ্যে যেটা দুর্বল পালাতে সম্ভব হয় না তাকে ধরে খায় ঈগল বা বাজপাখি। এভাবে চলতে থাকে আর ফ্লেমিংগোর সংখ্যা কমতে থাকে আর ঈগল আরও আত্মবিশ্বাসী ও শক্তিশালী হতে থাকে। অথচ হাজার হাজার ফ্লেমিংগো দাড়িয়ে ডানা ঝাপটা বা ক্ষুদ্র নখ দিয়ে আঘাত দিলেও শিকারী পাখিটা পালাত। ফ্লোমিংগোদের এই বেহালদশার কারণ তারা পূর্বপুরুষদের কাপুরুষ নীতি অনুসরন করে চলছে, লড়ার সাহস হয় নি কারো। আরেকটা কারণ হল সঠিক নেতৃত্বের অভাব। অথচ ক্ষুদ্র মৌমাছির নেতা থাকে, সে যদিও মধু বিকাশে ভূমিকা রাখে তবুও মধু রক্ষায় তার প্রানঘাতী হুল ব্যবহার করে, অন্যরাও ভয় পায়। আমাদের অবস্থা ফ্লেমিংগোর মত যারা অসংখ্য, নিরীহ। শান্তির ধর্মের নামে আমরা প্রতিরোধ করতে ভুলে গেছি ফলে অল্পকজন সন্ত্রাসী আমাদের তাড়িয়ে বেড়ায়, আঘাত করে বা কারাবন্দী করে বাকীরা চুপ থাকে। এরপর আরেকজনের পালা, এভাবে শিকারী জালেম আরও আত্মবিশ্বাসী ও শক্তিশালী হয় ঈগলের মত। অথচ ইসলাম শান্তি, ভারসাম্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াইয়ের নির্দেশ দিয়েছে। আমরা যদি ফ্লেমিংগোর মত না হয়ে মোমাছির মত হতাম মধু (ঈমান) রক্ষার জন্য পাল্টা আঘাত করতাম তাহলে জালেম আর আঘাতের সাহস করতো না। হাদীসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, পারস্পরিক ভালবাসা, সুসম্পর্ক এবং একে অপরের দয়ামায়া ও স্নেহের ব্যাপারে মুমিনগণ একটি দেহের মত। দেহের যে অংগেই কষ্ট হোক না কেন তাতে গোটা দেহ জ্বর ও অনিদ্রায় ভুগতে থাকে। [বুখারীঃ ৬০১১, মুসলিম: ২৫৮৬]। আরো একটি হাদীসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মুমিনগণ পরস্পরের জন্য একই প্রাচীরের ইটের মত একে অপরের থেকে শক্তিলাভ করে থাকে। [বুখারী: ২৬৪৬, মুসলিম: ২৫৮৫]। অন্য হাদীসে এসেছে, একজন মুসলিম অপর মুসলিমের ভাই, সে তার উপর অত্যাচার করতে পারে না আবার তাকে ধ্বংসের মুখেও ঠেলে দিতে পারে না। [বুখারী: ২৪৪২, মুসলিম: ২৫৮০]। অন্য হাদীসে এসেছে, আল্লাহ বান্দার সহযোগিতায় থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সহযোগিতায় থাকে। [মুসলিম: ২৬৯৯]। হাদীসে আরো এসেছে, কোন মুসলিম যখন তার ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোআ করে তখন ফেরেশতা বলে, আমীন। (কবুল কর) আর তোমার জন্যও তদ্রূপ হোক। এখন সিদ্ধান্ত আপনাদের ফ্লেমিংঙ্গোর মত শান্তিবাদী হয়ে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন না ঐক্যবদ্ধ সীসাঢালা প্রাচীর হবেন।