রাসুলকে (সাঃ) ভালোবেসেও জাহান্নামী

আমাদের চারপাশে এমন অনেক মানুষই আছে যারা রসুলের সুন্নাহ মত চলে না কিন্তু রসুলকে (সাঃ) ভালোবাসার দাবি করে, জান্নাতের আশা রাখে। আসলে রসুলকে ভালোবাসার প্রকৃত ব্যাখা তারা বুঝেনি। রসুল (সাঃ) কে আজীবন ভালোবেসেও ঈমান না এনে রসুলের (সাঃ) সুন্নাহ না মেনে, আবু তালেব জাহান্নামী হয়েছিলেন অপরদিকে জীবনের বেশিরভাগ সময়ই রসুলের (সাঃ) বিরোধিতা, বিরুদ্ধে যুদ্ধ করে ও শেষ সময় ঈমান এনে রসুলকে (সাঃ) ভালোবেসে জান্নাতী হয়েছিলেন আবু সুফিয়ান, ইকরিমা ইবনে জাহেল। মূল পার্থক্য হল আবু তালেব রসুলকে ভালোবাসতেন ভাতিজা বা ব্যক্তিগত কারণে, আল্লাহর জন্য নয়, আল্লাহ নির্দেশিত নিয়মানুযায়ী নয়, তিনি আল্লাহর দ্বীন গ্রহন করেনি। পক্ষান্তরে আবু সুফিয়ান, ইকরিমা ইবনে আবু জাহেলরা (রাঃ) দীর্ঘসময় রসুলের সাথে শত্রুতা করেও ইসলাম গ্রহণ করে আল্লাহর কারণে, আল্লাহর নিয়মে রসুলকে ভালোবেসেছেন তাই তারা সফল। রসুলকে (সাঃ) ভালোবাসার অর্থ হল রসুলের সুন্নাহকে অনুসরন করা। তাই মনগড়া বিদআত বা পূর্বপুরুষের নিয়ম বাদ দিয়ে রসুলের সুন্নাহ অনুসরণ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *