চারপাশে মানুষগুলোর মাঝে যেন অজ্ঞতা বিরাজ করছে। তাদের পছন্দ, ভালোবাসা আজ তুচ্ছ জিনিসের প্রতি। তাই তারা তুচ্ছ জিনিসকে সর্বোচ্চ মূল্য দেয় আর সবচেয়ে মূল্যবান জান্নাতের পথ ভুলে বিপথে চলে। অনেকই দেখছি একটা দামী মোবাইল, দামী রেষ্টুরেন্ট, গাড়ি কিনলে ছবি তুলে তা প্রচার করে যেন সে বিশাল কিছু অর্জন করে ফেলছে, অথচ সাহাবীরা জান্নাতের সুসংবাদ পেয়েও নিজেকে জাহির না করে বিনয় ও কৃতজ্ঞতার স্বীকার করেন। আপনার গাড়ি/বাড়ি/মোবাইল যদি হালাল পথে পান ও হালাল কাজে লাগান তাহলে আল্লাহর কাছে শোকরিয়া আদায় করেন আর তা হারাম পথে হলে তওবা করে পরিত্যাগ করুন। একটা মোবাইল, গাড়ি, দামী রেষ্টুরেন্টে খাওয়া যদি সফলতা হয় তাহলে মোবাইল, গাড়ি, রেষ্টুরেন্টের মালিকরা আপনার চেয়ে অনেক বড় সফল। তার তুলনায় আপনি ফকির। মূলত প্রকৃত সফলতা হল আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভ করা। রসুল, সাহাবীরা জান্নাত লাভ করেও অহংকারী হন নি আর সাধারণ দুনিয়ার তুচ্ছ জিনিস পেয়ে অনেকে অহংকারী হয়ে উঠছে, তাহলে এই অহংকার তার সফলতা নয় বরং ধ্বংসের বীজ।