মিথ্যা ধর্মের অনুসারী কি মুসলিমের চেয়েও দামী হয়ে গেল?

বাঘ, গরু, সাপ কখনও আল্লাহ ছাড়া কারো ইবাদত করে না। আল্লাহ বলেন,

‘সাত আসমান ও যমীন এবং এ দু’য়ের মধ্যেকার সবকিছু তাঁরই পবিত্রতা ঘোষণা করে। আর এমন কিছু নেই যা তার প্রশংসাসহ পবিত্রতা বর্ণনা করে না। কিন্তু তাদের পবিত্রতা বর্ণনা তোমরা বুঝতে পারো না’ (সুরা ইসরা)

তিনি আরো বলেন,

‘তুমি কি দেখ না যে, নভোমন্ডল ও ভূমন্ডলে যারা আছে তারা এবং উড়ন্ত পক্ষীকুল আল্লাহর তাসবীহ পাঠ করে? প্রত্যেকেই স্ব স্ব দো‘আ ও তাসবীহ জানে’ (সুরা নূর ৪১)।

এই আয়াতের তাফসীরে ইবনু কাছীর (রহঃ) বলেন, এটা জীব-জন্তু, উদ্ভিদ এবং জড়পদার্থসহ সকল কিছুর ক্ষেত্রে প্রযোজ্য (তাফসীরে ইবনু কাছীর ৫/৭৯, ৬/৭২)।

ইমাম নাখাঈ বলেন, ‘যার মধ্যে রূহ আছে সেটাও তাসবীহ পাঠ করে এবং যার মধ্যে রূহ নেই সেটাও তাসবীহ পাঠ করে এবং দরজার চৌকাঠও’ (আল-জামে‘ লি আহকামিল কুরআন ১০/২৬৮)। ইবনু মাসঊদ (রাঃ) বলেন, ‘আমরা রাসূল (ছাঃ)-এর সাথে খাবার খেতাম এবং খাদ্যের তাসবীহ পাঠ শুনতে পেতাম’ (বুখারী হা/৩৫৭৯; তিরমিযী হা/৩৬৩৩; মিশকাত হা/৫৯১০)।

অথচ শ্রেষ্ঠপ্রানী দাবিদার মানুষগুলো এসব প্রাণীর পূজা করে। মিথ্যা ধর্মের অনুসারী নিজেদের ধর্মীয় আবমাননার নামে মুসলিমদের উপর নির্যাতন করে। এদেশের প্রশাসন তখন মুসলিম বচাতে আসে না, মিডিয়াও উগ্রবাদী বলে না। কারণ ওদের নিকট কাফির, মুনাফিকদের মূল্যই বেশি – মুসলিমদের কোন গুরুত্ব নেই।

আর আমরা নির্বিকার – যে ঈমান নিজদেশের মুসলিম ভাই, বোন রক্ষা করতে পারে না। সেই ঈমান দিয়ে হিন্দুস্তান, জেরুজালেম বিজয়ের আশা মূর্খতা ছাড়া কিছু নয়।

আশ্চর্য হলো সারাক্ষণ ভারত, ইসরাঈল বিরোধী ওয়াজ করে যারা গলা ফাটায় অধিকাংশ এসব ঘটনা ঘটলে চুপ থাকে। হিন্দু যুবক কর্তৃক মুসলিম মেয়ে ধর্ষন হলে ওদের বক্তব্য বা কোন ভূমিকা থাকে না। নিজ দেশে মুসলিম নির্যাতন, কুরআন আবমাননা হলে কয়টা হুংকার দিয়ে জনপ্রিয়তা বাড়ানো ছাড়া কার্যকর কিছু আমরা করেছি কি!?