আদম (আঃ) ভুল করে তওবা করে আল্লাহর কাছে প্রিয় হন। ইবলিস পাপ করেও যুক্তি দিয়ে হালাল করতে গিয়ে আল্লাহর শত্রুতে পরিণত হয়। ইবলিসের সকল সমর্থকই এখন আল্লাহর শত্রুতে পরিণত হয়েছে।
আলেমের অতি ভক্তির নামে আল্লাহর শত্রুতে পরিণত হওয়া হতে ফানাহ চাই। অন্ধ ভক্তরা আদমের (আ:) ভুল মানলেও তাদের আলেমের ভুল/পাপ হতে পারে তা মানতে রাজি নয়। বরং ইবলিসের মত যুক্তি দিয়ে আলেমের পাপ/ভুলকে হালাল করতে চায়।
শয়তানেরও ইলম ছিল, বহু বছর আমল করেছিল। আল্লাহ বলেন-
“হে ইবলিস আমার দুহাতে আমি যাকে সৃষ্টি করছি কে তোমাকে তাকে সিজদাহবনত হতে বাধা দিল? তুমি কি অহংকার করলে না তুমি অধিকতর উচ্চ মর্যাদাসম্পন্ন? সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে সৃষ্টি করেছেন অগ্নি হতে আর তাকে সৃষ্টি করেছেন মাটি হতে।” (সুরা সাদ)
দ্বীনের জন্য আলেমকে ভালোবাসুন, তবে তাদের নবী, রসুল, সাহাবীদের মত পবিত্র ভাবা ভুল যে দুনিয়া উল্টে যাবে তবু তার ভুলকে ভুল, পাপকে পাপ মানবেন না। এভাবে আলেমপূজারীতে পরিণত হবেন।
