জীবিতকে অভুক্ত-উলঙ্গ রেখে মৃতের মাজারে দেও লাখো টাকার গিলাফ। যদি বুজুর্গ নেককার হয় তার স্হান জান্নাতে, দুনিয়ার তুচ্ছ কাপড় তার কি প্রয়োজন? আবুবকর (রাঃ) মৃত্যুশয্যায় আয়েশা (রাঃ) কে নির্দেশ দেন – আমার দুটো (পুরান) কাপড় ধুয়ে আমাকে কাফন পরাবে, কারণ নতুন কাপড় মৃত ব্যক্তির চেয়ে জীবিত ব্যক্তির বেশি প্রয়োজন। উবাদা বিন কায়েস হতে আবদুল্লাহ বিন আহমাদ বর্ণনা করেনঃ আবুবকর (রাঃ) ইন্তেকালের সময় বললেন, “হে আয়েশা, আমার ব্যবহৃত দুটো কাপড় পরিষ্কার করে আমার কাফন পরাবে। আমি বাবা, তোমাকে বলে যাচ্ছি যে, যদি আমাকে নতুন কাপড়ে কাফন দেওয়া হয়, তবে নিষেধ করবে। কোন পীর, বুজুর্গ আছে আবুবকর (রাঃ) হতে উত্তম?