জাহেলী ফেতনা (কুফরি)

267150920 157205866630857 8059622880856993092 N

সকল সমস্যার সমাধানকারী একমাত্র আল্লাহ – এই যুগে এসেও কেউ কিভাবে সাহস পায় শহরজুড়ে এসব প্রচারণা করতে, এসব কাগজ যেখানে পাওয়া যাক না কেন ছিড়া উচিত। গরীব, অসহায়, দ্বীন সম্পর্কে অসচেতন ব্যক্তিদের ঈমান ও সম্পদ লুট করে চলছে এরা বিভিন্ন ধোকা-প্রতারণা দ্বারা। ইব্রাহিম (আঃ) ও জাকারিয়া (আঃ) ততদিন সন্তানের পিতা হতে পারেন নি যতদিন আল্লাহ তাকদ্বীরে রাখেন নি অথচ ওরা সন্তান হওয়ার গ্যারান্টি দেয়। ওরা কি আল্লাহর লিখিত তাকদ্বীর জানে!? জাকারিয়া (আঃ) হতাশ না হয়ে আল্লাহর নিকট দোয়া করেন- সূরা আম্বিয়ার ৮৯ ও ৯০ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন-

(৮৯)وَزَكَرِيَّا إِذْ نَادَى رَبَّهُ رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِينَ فَاسْتَجَبْنَا لَهُ وَوَهَبْنَا لَهُ يَحْيَى وَأَصْلَحْنَا لَهُ زَوْجَهُ إِنَّهُمْ كَانُوا يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا وَكَانُوا لَنَا خَاشِعِينَ(৯০)

“এবং জাকারিয়ার কথা স্মরণ করুন, যখন সে তার পালনকর্তাকে আহ্বান করেছিল; হে আমার পালনকর্তা আমাকে একা রেখ না। তুমি তো সর্বোত্তম ওয়ারিশ।” (২১:৮৯)”অতঃপর আমি তার দোয়া কবুল করেছিলাম, তাকে দান করেছিলাম ইয়াহিয়াকে এবং তার জন্য তার স্ত্রীকে প্রসবযোগ্য করেছিলাম। তারা সৎকর্মে নিয়োজিত হতো, আশা ও ভীতিসহ আমাকে ডাকত এবং সারাক্ষণ তারা ছিল আমার কাছে বিনীত।” (২১:৯০)।

নূহ (আঃ) তার অবাধ্য ছেলেকে বাধ্য করার মন্ত্র জানা ছিলো না ওরা কোথায় পেল মন্ত্র!? হেদায়েতের মালিক শুধু আল্লাহ। নিজের সন্তানকে দ্বীন শেখান হয়তো হেদায়েত পাবে নাহলে নূহ (আঃ) এর মত এটা জীবনের পরীক্ষা হিসেবে জানুন। যার বদৌলতে হয়তো জান্নাতে মর্যাদা বাড়বে। দীর্ঘদিন অসুস্থ ছিলেন আইউব (আঃ), তিনি হতাশ না হয়ে আল্লাহর কাছে দোয়া করেন। স্ত্রী ও নেককার সন্তানের জন্য চেষ্টার পাশাপাশি কুরআনে বর্ণিত দোয়া করুন- “হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন।” (২৫ঃ৭৪)। চারপাশ হতে বিপদ, অভাব, অন্ধকারে হতাশ না হয়ে ইউনুস (আঃ) এর মত দোয়া করেন- সমুদ্রের নিচে মাছের পেটের অন্ধকারের চেয়ে অন্ধকার কি ছিল!? যেখানে অক্সিজেন, খাদ্যের অভাব ছিল তবুও আল্লাহ তার দোয়া শুনেন ও কবুল করেন। সেই দোয়াটি হচ্ছে- ‘লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজজলিমীন।’ অর্থ: আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। অবশ্যই আমি পাপী। (সূরা আল আম্বিয়া: ৮৭)। আপনার ও আমার বিপদ ইউনুস (আঃ) এর বিপদ হতে তুচ্ছ। তাই কোন বিপদ, কষ্ট, শোক, অপ্রাপ্তিতে হতাশ না হয়ে আল্লাহর কাছে দোয়া করুন। তাকদ্বীরে থাকলে তিনি দিবেন না হয় এই উছিলায় জান্নাতের মর্যাদা বৃদ্ধি করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *