পূজামন্ডপে এখন দেখি- পূজারীর চেয়ে দাড়ি, টুপিওয়ালা নির্দিষ্ট দলের লোকের সংখ্যা বেশি। ভারতেও শত জুলুমে প্রকৃত মুসলিমরা পূজায় অংশগ্রহণ করেনি। আর ভারত বিরোধিতা, কথায় কথায় RAW এর এজেন্ট, দেশ ভারত দখল করবে বলে প্রচার করে। একদল লোক ক্ষমতার লোভে মুসলিম পরিচয় দিয়ে মন্দিরমুখী হয়েছে ও পূজা দর্শন করছে।
শুধু কি ভারতীয়রা, ইংরেজ, পাক সেনারা আমাদের ক্ষতি করেছে!? তাদের সাহায্য করেছিল স্থানীয় মুনাফিকরা যাদের দ্বারা কম ক্ষতি হয়নি। ইংরেজ আমলে মুনাফিকরা ইংরেজের গোলামী করেছিল, তাদের পতন ঘটলে নতুন প্রভু পাক-ভারতের গোলামী করেছে। বর্তমানে ভারতের আগ্রাসন কমে আসলেও অনেকে পরিপূর্ণ ইসলামকে আকড়ে না ধরে ক্ষমতার লোভে আমেরিকা/চীনের দাসত্ব করবে।
ওরা প্রভু বদলায় নিজেদের আখলাক সংশোধন করে না। আর মুসলিমদের রব আল্লাহ, দ্বীন ইসলাম অপরিবর্তনশীল।
