তওবা, ক্ষমা জোরপূর্বক স্বীকৃতির নাম নয়, বরং অন্তর হতে অনুতপ্ত হতে হয়। আর তওবা করলেও কিছু পাপের শাস্তি দুনিয়ায় পেতে হয়।
কোন কাফির ব্যক্তি আপনার মা-বোনকে ধর্ষন করলো। এরপর মানুষ ক্ষিপ্ত হয়ে তার বিচার করতে চাইলো আর তাকে বাঁচাতে তার স্বজনরা অল্পকিছু মারধরের অভিনয় করে বললো মাফ চায়, মাফ চায়। আর ধর্ষক নিজেকে বাচাতে মাফ চাওয়ার অভিনয় করলে আপনারা কি মাফ করে দিবেন?
এতই সস্তা আপনার মা-বোনের ইজ্জত্ব? এতই মহান আপনি? আর আমাদের মা-বোন ও জীবনের চেয়ে বেশি দামী কুরআনের সম্মান। কুরআন আবমাননাকারী মাফ চাওয়ার নাটক করিয়ে বাচানোর চেষ্টা প্রমাণ করে আপনাদের কাছে কুরআনের মূল্য অতি সস্তা। কেউ তওবা করতে চাইলে জনগণের হাতে ধরা পড়ার পূর্বে অন্তর হতে করবে, এভাবে নয়।
