সালাতের কারণে মোরগের সম্মান

Wp Story1643415970963 09129889017296758001
রসুল (সাঃ) বলেছেনঃ তোমরা মোরগকে গাল-মন্দ করোনা। কেননা মোরগ সালাতের জন্য মানুষকে ঘুম থেকে জাগিয়ে তোলে। (আবুদাউদ, রিয়াদুস সালেহীন-১৭৩০, সহীহ তারগীব ২৭৯৭)। চিন্তা করুন একটা মোরগ আমাদের মত সালাত আদায় করে না তবুও সালাতে জাগানোর কারণে সম্মানিত হয়েছে, আর আমাদের অনেককে ফজরের সালাতের সময় ডাকলে খারাপ আচরন করে সালাত আদায়কারীর সাথে।তাহলে মুয়াজ্জিন ও আযান, সালাতের সম্মান চিন্তা করুন। আর যারা সালাতের সময় সালাত না পড়ে অলসতায় কাটায় তাদের মোরগের সমপরিমাণ ঈমান ও জ্ঞান নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *