রসূলের ভাই ও শয়তানের ভাই

কেউ দুমুঠো খাবার জন্য কত কষ্ট করে আর কেউ জন্মদিনের উৎসবে মাতে ডিম ও ময়দা মেরে নিল্লর্জ অপচয়ে। আল্লাহ বলেন- “নিশ্চয়ই অপচায়কারী শয়তানের ভাই। আর শয়তান হচ্ছে তার প্রভুর প্রতি বড় অকৃতজ্ঞ (বনী ইসরায়েল -২৭)।” আহ! আমাদের পরিচয় ছিল রসুল (সাঃ) এর ভাই। তিনি আমাদের জন্য কেদেছেন, আমাদের হেদায়েতের জন্য দোয়া করেছেন, আমাদের দেখতে চেয়েছেন। আজ শয়তানের ভাই হয়ে অপচয় করে মানুষ গর্বিত হয়, প্রচার ও প্রসারনা করে চলছে। আনাস (রাঃ) হতে বর্ণিত রসুল (সাঃ) বলেন- আমার ভাইদের সাথে সাক্ষাৎ করতে ইচ্ছা করছে। সাহাবীরা বলল, আমরা কি আপনার ভাই নই? রসুল (সাঃ) বললেন -তোমরা তো আমরা সাহাবী। আমার ভাই হলো, যারা আমার উপর ঈমান আনবে কিন্তু আমাকে দেখে নি। (মুসনাদে আহমদ)। আজ আমরা অমুক নেতার ভাই, অপচয়কারী হয়ে শয়তানের ভাই হয়ে গর্বিত হই অথচ রসুলের (সাঃ) সুন্নাহ মেনে তার ভাই হতে চাই না। আমাদের জন্মের চেয়ে রসুলের (সাঃ) জন্মের মূল্য বেশি। তার আদর্শ মেনে সোমবার সিয়াম রেখে কয়দিন তার জন্মের খুশি পালন করেছেন একটু ভাবুন (বুখারী)। অথচ- কোন ব্যক্তি ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে পিতামাতা, জীবন সবকিছুর উর্ধ্বে রসুলকে (সাঃ) ভালো না বাসে। (বুখারী)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *