আজ যাকে ভালবাসছেন, যার প্রশংসা করছেন, যার ছবি ফেইসবুকে দিয়ে গর্ব করছেন, খেয়াল করুন হাশরের দিন সে সম্পর্ক যেন লজ্জার কারণ না হয়। অনেকে বিবাহ বহির্ভূত প্রেম করছে আবার তা প্রচারও করছে, অনেকে গান, চলচ্চিত্র, নাটক দেখছে শেয়ার করে গুণাহ প্রকাশ করছে লজ্জিত ও তওবা না করে। তাহলে মনে রাখুন আজ যে কাজ (আমল) খুশির মনে হচ্ছে, রোজ কেয়ামতে তাই লজ্জা ও ভয়ের কারন হবে। রসুল(সাঃ) বলেছেন- “আমার উম্মতের মধ্যে মুজাহারা ছাড়া সকলকে ক্ষমা করা হবে। মুজাহারা হচ্ছে সে ব্যক্তি, যে রাতে গুনাহ করেছে আর আল্লাহ তার অপকর্মকে গোপন রাখলেন। কিন্তু লোকটা সকালে লোকদের ডেকে বলতে থাকল, “হে অমুক, আমি রাতে এই এই কাজ করেছি। রাতে তার রব তাকে গোপন করল আর সকালে সে আল্লাহর গোপন করা বিষয় প্রকাশ করে দিল (বুখারী-৫৭২১)। যারা আল্লাহ বিরোধী আইন রচনা করে সেসব তাগুতী নেতা-নেত্রীর অনুগত্য করাকে আজ গর্ব মনে করছেন, তাদের সাথে সুসম্পর্ক থাকার কারনে নিজেকে শক্তিশালী ভাবছেন, তাহলে নিশ্চিত থাকুন এই সম্পর্ক সর্বশক্তিমান আল্লাহর জাহান্নাম হতে বাচাতে পারবে না!! আর আখেরাতে আপনার সে মহান নেতার শাস্তি আপনিই চাইবেন। সত্য দ্বীন জানার পরও পূর্বপুরুষদের পথে চলার অজুহাত দেখিয়ে ভুলপথে হাটছেন। কেয়ামতের দিন উভয়ই একি শাস্তি ভোগ করবেন।আল্লাহ বলেন- “তিনি বলবেন- আগুনে প্রবেশ কর জিন ও মানুষের দলগুলোর সাথে, যারা তোমাদের পূর্বে গত হয়েছে। যখনই একটি দল প্রবেশ করবে, তখন পূর্বের দলকে তারা লানত করবে। অবশেষে যখন তারা সবাই তাতে একত্রিত হবে তখন তাদের পরবর্তী দলটি পূর্বের দল সম্পর্কে বলবে, হে আমাদের রব, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। তাই আপনি তাদেরকে আগুনের দ্বিগুন আযাব দিন। তিনি বলবেন, সবার জন্য দ্বিগুন, কিন্তু তোমরা জান না (সুরা আরাফ-৩৮)।