মুমিন কেন শির্ক হেফাজত করবে?

মুমিনের বৈশিষ্ট্য ঈমান ও ইসলামের হেফাজত করবে।কুফর, শির্ক/মূর্তিপূজার বিরুদ্ধে দাওয়াহ দিবে। আজ তারা শির্ক হেফাজতের দাওয়াহ দেয় অথচ কাফের, মুশরিকরা তাদের মন্দির পাহারাকে ওদের জন্য অপমানজনক মনে করে!?

কাফের, মুশরিকরা এখন কুফর, শির্কে অটল থাকায় যতটা কঠোর ততটা কঠোরতা আপনারা ইসলাম পালনে দেখাতে পারেন নি। কিন্তু সামান্য মাসয়ালাগত দ্বন্দ্বে মুসলিমদের ইহুদিদের দালাল, মুনাফেক ঘোষণা করতে দেখা যায়

অথচ কুরআনের নির্দেশ-

হে মুমিনগণ, তোমাদের মধ্যে যে স্বীয় ধর্ম থেকে ফিরে যাবে, অচিরে আল্লাহ এমন সম্প্রদায় সৃষ্টি করবেন, যাদেরকে তিনি ভালবাসবেন এবং তারা তাঁকে ভালবাসবে। তারা মুসলমানদের প্রতি বিনয়-নম্র হবে এবং কাফেরদের প্রতি কঠোর হবে। তারা আল্লাহর পথে জেহাদ করবে এবং কোন তিরস্কারকারীর তিরস্কারে ভীত হবে না। এটি আল্লাহর অনুগ্রহ-তিনি যাকে ইচ্ছা দান করেন। আল্লাহ প্রাচুর্য দানকারী, মহাজ্ঞানী। (সুরা মায়েদাহ-৫৪)

ভারতে মসজিদ পাহারায় কয়জন হিন্দুকে দেখা যায়!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *