মিডিয়া কি আমাদের নিয়ন্ত্রণ করে?

সারা বিশ্বের কাফিররাও যখন ব্যক্তিগত পছন্দ, মিথ্যা রাষ্ট্রীয় প্রেম ভুলে নিরীহ ফিলিস্তিনের জন্য আন্দোলন করছে। আমরা ফিলিস্তিন, আরাকান এমনকি নিজ দেশের অসহায় মুসলিমদের ভুলে সাকিব আল হাসান নিয়ে তর্ক বিতর্কে ব্যস্ত। সাকিব তাগুত, জালিমের সমর্থক। ক্রিকেট খেলা হারাম তার পক্ষে কথা বলে নিজের চরিত্র কুলষিত করতে চাই না।

কিন্তু চিন্তা করুন- আমাদের বড় বড় বিষয়কে এড়িয়ে মিডিয়া ইচ্ছে করলে ছোট বিষয়কে আমাদের কাছে বড় করে তুলতে পারে। ফেইসবুক, ইউটিউব, নেটের যুগে মিডিয়াকে কাজে লাগিয়ে ক্ষমতাসীন, বিরোধী দল, সুশীল সমাজ সবাই নিজস্ব অভিমতকে প্রতিষ্ঠা করতে চায়।

এই মিডিয়ার কল্যাণে দুই গালিদাতা হয়ে উঠেছেন তথাকথিত মুসলিমদের রাহবার। আজ তাদের ভক্তরা সাহাবীদের চরিত্র, আখলাক, দলিল ভিত্তিক আলোচনা ছেড়ে গালি দিয়ে বিজয়ী হতে চায়। অথচ গালি মুনাফিকদের হাতিয়ার। আর রসুল (সা:) ছিলেন উত্তম ভাষা ও চরিত্রের অধিকারী। তার শত্রুও তার বক্তব্যে মুগ্ধ হতেন।

মিডিয়াকে কাজে লাগিয়ে কেউ স্বপ্ন দেখে তুচ্ছ বিষয়কে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আবার ক্ষমতায় আসার জন্য। আবার কেউ নিজেদের ব্যর্থতা ঢাকতে এসব জিনিসকে বড় করে তুলে। নিজেদের জাতির কাছে বীর হিসেবে প্রচার করে যে জালেমের বিরুদ্ধে তারা কঠোর। অথচ জুলুম আজও আছে। আর তাদের মতেও যে ফিরআউন ছিল (হাসিনা) তাকেসহ বহু নেতাকে নিরাপদে পালাতে দিল। আর ফিরআউনের ছোট সমর্থকদের শায়েস্তা করে জনপ্রিয় হচ্ছে।

সিরিয়ার ক্ষমতা পতন ঘটলে – বাশার তার বন্ধু দেশ রাশিয়ায়  পালিয়ে যায়। বাশার বনু কাল্বের যা ইয়াজিদের মামার বংশের। হাদীসমতে – বনু কাল্ব ও সুফিয়ানী আবার শামের ক্ষমতা পাবে। পূর্বের চেয়ে অধিক শক্তিশালী হবে। ইরাক, সিরিয়ায় হত্যা ও জুলুম চালাবে। খলিফা মাহাদীর (হাফি) বিরুদ্ধে সুফিয়ানীর নির্দেশে সেনা পাঠাবে। যদিও বায়দা নামক স্থানে ধসে পড়বে। (মুসলিম, আবু দাউদ, আল ফিতান)

সুফিয়ানী হবে ইয়াযিদের বংশধর। বাশার পালালেও তার ভাই যার হাতে মূল ক্ষমতা ছিল- সেনা প্রধান মাহের আল আসাদ আজও লুকিয়ে লড়াই করছে। হয়তো তারা ধীরে ধীরে শক্তিশালী হবে। আর ইসরাইলের বিরুদ্ধে নিরবতা পালন করে বর্তমান সিরিয়ার সরকারের জনপ্রিয়তা কমছে।

বনু কাল্ব যদি ইসরাঈলের উপর আঘাত করে বা পরাজিত করে তখন জনপ্রিয় হবে স্বাভাবিক। পরবর্তীতে তারা মুসলিম ও আহলে বায়াতকে হত্যা করবে। তেমনি হাসিনা পালালেও তার রেখে যাওয়া সেনা আফিসার, প্রশাসন আছে।

বর্তমান সরকার, রাজনৈতিক দলের চাদাবাজি, মার্কিনের দালালি (মার্কিন সেনা এদেশে কেন?) যদি আবার স্বাধীনতার চেতনার নামে সাবেক জালিম ক্ষমতাসীনদের ফিরে আনে তাহলে নিশ্চিত থাকুন- আপনাদের উপর বড় আযাব আসছে।

আল্লাহ সুযোগ দিয়েছিল- হক্ব বলার, সবার কাছে সুস্পষ্ট দ্বীন প্রচার করার। বহু আলেমই কারামুক্তি পেয়েছিল- কিন্তু ভীরুতা, চাটুকারিতা, ক্ষমতার লোভ অনেককে মহান দায়িত্ব ভুলে দিয়েছে।