অনেকে প্রশ্ন করে, প্রকৃত ইসলাম মানা ও দাওয়াত দেওয়ায় পরিবারের লোকজন শত্রুতা ও মানসিকভাবে নির্যাতন শুরু করছে!! ভাই এটা দুঃখের কথা নয় বরং সুখবর। এটাই নবী-রসুলগণের সুন্নাহ। রসুলের (সাঃ) আপন চাচা আবু লাহাব, ইব্রাহিমের (আঃ) পিতা, মুসাইআব বিন ওমায়েরের (রাঃ) মা, আছিয়া (আঃ) এর স্বামী ফেরাউন শত্রুতা ও নির্যাতনে অবতীর্ণ হয় দ্বীন পালনের জন্য। ওরা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হন। ভাই নিয়ত সঠিক রাখুন আপনার সাথে শত্রুতার কারণ যদি হয় আপনার গাফেলতি ও চারিত্রিক সমস্যা তাহলে নিজেকে সংশোধন করুন। আর যদি আপনার ইসলাম মানার কারণে হয় তাহলে দৃঢ় থাকুন একদিন আল্লাহর জান্নাতের নেয়ামত আপনার সকল কষ্ট ভুলিয়ে দিবে। ইব্রাহীম (আঃ) যখন তার পিতাকে শিরকমুক্ত হওয়ার দাওয়াত দেন, প্রতিউত্তরে তার পিতা বলেন- “হে ইব্রাহিম! তুমি কি আমার দেবদেবী হতে বিমুখ? যদি তুমি নিবৃত্ত না হও তবে আমি পাথরের আঘাতে তোমার প্রাণ নাশ করবো, তুমি চিরদিনের জন্য আমার নিকট হতে দূরে যাও! ইব্রাহিম বলল তোমার নিকট সালাম (সুরা মারিয়ম)। আমরা মিল্লাতে ইব্রাহিমের (আঃ) অনুসারী শিরক, মূর্তিপূজার বিরুদ্ধাচারন করবো আজীবন ইনশাআল্লাহ। আর এজন্য মৃত্যু হুমকি, নির্যাতন আসাটা ঈমানের প্রকাশ। আর আল্লাহর নিকট রয়েছে এর উত্তম পুরস্কার।