দিবস ফিতনা – দিবস দেওয়ার মালিক একমাত্র আল্লাহ!

মুসলিমদের আর্দশ রসুল (সাঃ) ও সাহাবীদের মৃত্যুর দিনে গরু জবাই জায়েজ হয় না তাহলে তথাকথিত নেতার মৃত্যুর দিনে গরু জবাই করা কিভাবে জায়েজ হয়!? তার মানে কি এই রসুলের চেয়ে নেতার ভালোবাসা, সম্মান পাওয়ার অধিকার বেশি, নাউজুবিল্লাহ। আল্লাহতায়ালা বলেন- “বল, তোমাদের পিতা, তোমাদের সে সম্পদ যা তোমরা অর্জন করেছ, আর সে ব্যবসা যার মন্দা হওয়ার আশংকা তোমরা করছো এবং সে বাসস্থান, যা তোমরা পছন্দ করছো, যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় আল্লাহ, তার রসুল তার পথে জেহাদ করার চেয়ে, তবে তোমরা অপেক্ষা কর আল্লাহ তার চূড়ান্ত ফায়সালা নিয়ে আসা পর্যন্ত। আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হিদায়ত দেন না।” (সুরা তওবা -২৪)। রসুলুল্লাহ (সাঃ) বলেন- “তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না আমি তার কাছে তার সন্তান, পিতামাতা ও সমস্ত মানুষের চেয়ে অধিক প্রিয় হই।” (বুখারী, মুসলিম)। অন্য ধর্মের মানুষেরা তাদের দেবদেবীর জন্ম/মৃত্যুদিনে বিভিন্ন শিরকীয় অনুষ্ঠান পালনের মাধ্যমে তাকে স্মরণ করে। আর মুসলিমদের বিশ্বাস হল দিন-রাত পরিবর্তনকারী ও দিবসের মালিক আল্লাহ, তাই একমাত্র তারই অধিকার আছে কোনদিন কোন দিবস হিসেবে পালিত হবে তা নির্ধারণ করার। তিনি আমাদের ঈদ, জুমা, হজ্ব, রমাদান, কদ্বরের মত আনন্দ ও বরকতময় দিনগুলো নির্দিষ্ট করে দিয়েছেন। এছাড়াও ইসলামে কোন নবীদের জন্মদিন ও মৃত্যুদিন পালনের বিধান নেই, মুসলিমরা নবীদের জীবন আর্দশ মেনে চলে। যারা আল্লাহর নিয়ন্ত্রণ করা রাত-দিনের মাঝে নতুন নতুন দিবস চালু করছে, তাদের এই অধিকার কে দিয়েছে?? তারা কি রাত দিন, সময় পরিবর্তনের মালিক বা দিবসের মালিক!?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *