আমরা মুসলিম, তথাকথিত কোন নারী নেত্রী আমাদের মা হতে পারে না। আমাদের মা হল নিজ মাতা, আদি মাতা হাওয়া (আঃ), ইব্রাহিম (আঃ) এর স্ত্রীগণ সারা (আঃ), হাজেরা (আঃ) ও রসুলের (সাঃ) স্ত্রীগণ। অর্থাৎ আমাদের নিজ মাতাসহ এসকল পবিত্র নবীগণের স্ত্রী। এখন নিজের মাতা ও নবীগণের স্ত্রীর যে সম্মান ও ভালোবাসা পাওয়া উচিত সেরূপ সম্মান ও ভালোবাসা কিভাবে মুসলিম দাবীদার হয়ে বেপর্দা নারীদের দেশ মা, নেত্রী মা বলে সম্মান ও ভালোবাসা দেখাতে পারি!? রসুল (সাঃ) এর সকল স্ত্রী উম্মতের মা হিসেবে স্বয়ং আল্লাহ ঘোষণা করেন (সুরা আহযাব -৫৩)। রসুলুল্লাহ (সাঃ) বলেন- জান্নাতী মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন খাদিজা বিনতে খুওয়াইলিদ, ফাতেমা বিনতে মুহাম্মদ, মারিয়াম বিনতে ইমরান ও ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুযহিম। (আহমদ ২৬৬৮, তিরমিযি ৩৮৭৮, মিশকাত ৬১৮১)। ইসলাম বিরোধীরা যুগ যুগ ধরে রসুল (সাঃ) ও তার স্ত্রীগণকে সমালোচনা করে চলছে। কারো তেমন প্রতিবাদ ও তেমন দুঃখবোধ নেই, নূন্যতম চোখের পানিও আসে না। অথচ তথাকথিত নেত্রীকে মা ডাকে, কত মায়া কান্না দেখায়। আল্লাহ আমাদের সম্মানিত করেছেন, বিশ্বের সবচেয়ে পবিত্র নারীদের আমাদের মা হিসেবে ঘোষণা করেছেন অথচ আজ অনেকে পাপীদের মা পরিচয় দিয়ে গর্বিত হয়। তাদের বিভিন্ন প্রশংসা করে গর্বিত হয়, অথচ উম্মতের মায়ের কথা ভুলে যায়। তারা রসুল ও নবীদের স্ত্রীগণের চেয়ে পাপী নেত্রীদের প্রাধান্য ও সম্মান দিয়ে কুফরে লিপ্ত। বেপর্দা নারীকে মা বলে অভিহিত করা নিজেকে দাইয়ুস দাবী করা একই আর দাইয়ুস কখনও জান্নাতে প্রবেশ করবে না। (মুসনাদে আহমদ, নাসায়ী)।