অপরাধী সবাই

আপনি ও আমি এই বিশ্বে কখনও সবার নিকট নিষ্পাপ বা নিরাপরধী হতে পারবো না। আমরা কারো না কারো দৃষ্টিতে অপরাধী হবোই। তবে কার দৃষ্টিতে অপরাধী হবেন এটাই বিবেচেনার বিষয়। আল্লাহ ও মুমিনদের দৃষ্টিতে নমরুদ, ফেরাউন, আবু জাহেলরা অপরাধী পক্ষান্তরে এসব জালেম ও তার অনুসারীদের দৃষ্টিতে ইব্রাহিম (আঃ), মুসা(আঃ), রসুলুল্লাহ (সাঃ) ছিলেন অপরাধী। কারণ তারা দ্বীনের পথে অটল ছিলেন, এসব জালেমের বিরোধিতা করেন। প্রকৃতপক্ষে মানবচরিত্রে দুটা দিক রয়েছে, কেউ আদমের (আঃ) মত ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চায় আর কেউ ইবলিসের মত নিজের ভুলে অটল থেকে অন্যের উপর দোষ চাপিয়ে মিথ্যা প্রতিশোধ নিতে অজীবন শত্রুতায় লিপ্ত হয়। আর মুমিনরা আল্লাহর জন্য শত্রুতা/ বন্ধুত্ব করে। তাই সিদ্ধান্ত নেন কার দৃষ্টিতে আপনি অপরাধী হবেন। সত্য পথে অটল থেকে জালেম, তাগুত শয়তানের না ভুল পথে চলে আল্লাহর দৃষ্টিতে অপরাধী হয়ে জাহান্নামের আযাব ক্রয় করবেন। আর যে সবার দৃষ্টিতে ভালো থাকতে চায় সে হল মুনাফেক, যার লক্ষ্য থাকে দুনিয়া অর্জন। সমাজ ও সমাজের লোকগুলো ইসলামিক হলে মুমিন সেখানে সম্মানিত হবে। আর সমাজটা যখন কুফর, শিরক জাহেলিয়াতে ঘেরা তখন স্বাভাবিকভাবে মুমিন প্রতিবাদ করবে ফলে উপহাস, আঘাত, অভাব আসবে আর এতে মুমিন আল্লাহর নিকট আরও বেশি প্রিয় হবে। আল্লাহ পাক বলেন- “আর যে ব্যক্তি বন্ধুত্ব রাখবে আল্লাহর সহিত এবং তার রসুলের সহিত এবং ঈমানদারগনের সহিত, তবে (আল্লাহর দলভুক্ত হল এবং) নিশ্চয়ই আল্লাহর দলই বিজয়ী।” (সুরা মায়েদাহ-৫৬)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *